ভারতীয় সঙ্গীতের মান দিন দিন পড়ে যাচ্ছে। চার বোতল ভদকা, সানি সানি, লুঙ্গি ডান্সের মতো গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু গানগুলোর কোনও গুণগত মান নেই, এগুলো খুবই নিম্নমানের বলে মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শান। এমন মন্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তিনি যে র্যাপার হানি সিংকে কটাক্ষ করেছেন সেটি একদম পরিষ্কার।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শান বলেন, ‘সঙ্গীত নিয়ে কত মানুষ আর বোঝেন? খুবই কম। আমরা তো সবাইকে সঙ্গীতের শিক্ষা দিতে পারি না। তবে আমরা যদি ভালো মিউজিক মানুষকে দিতে পারি, তাহলে একটা ভালো রুচিবোধ তৈরি হবে।’
শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে শান বলেন, ‘র্যাপ কেন এত জনপ্রিয় বলুন তো? লোকে ভাবে গালাগালি দিচ্ছে, সে কারণেই। এটার মধ্যে মিউজিকের গুণগত মানই নেই। লোকে গান বানায় ‘চার বোতল ভদকা’, ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘লুঙ্গি ডান্স-লুঙ্গি ডান্স’, এমন গান আপনিও করতে পারেন। তবে কিছু র্যাপে সুন্দর ছন্দ আছে, হিন্দি র্যাপ ভীষণই সহজ। মিউজিক কোম্পানিগুলো আজ বলছে, এই গানগুলো গুণগতভাবে ভালো না হলেও এতে ভিউ বেশি আসে।’
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে নেহা কাক্কারের সঙ্গে হানি সিংয়ের সিঙ্গেলস ‘সাইয়া জী’ মুক্তি পেয়েছে। এই গানের ভিউ হয়েছে ৩৩৫ মিলিয়ন। সূত্র: জি নিউজ