1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন

হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বাঘ, মৃত্যুর মুখ থেকে যে কৌশলে বেঁচে ফিরলেন ২ ভাই

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৫ জুলাই, ২০২১

জন্মদিনের কেক কিনতে পাশের গ্রামে গিয়েছিলেন দুই ভাই। সেখান থেকে ফেরার পথে বাঘের আক্রমণের মুখে পড়েন তারা। কিন্তু নিজেদের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান দুই ভাই।

ভারতের ভোপালের গোরাগিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোরাগিয়া গ্রামের বাসিন্দা সাব্বির ও ফিরোজ জনন্মদিনের কেক আনতে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী নেপানগরে যান। ফেরার পথে আখ খেত থেকে বেরিয়ে হঠাৎ করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ।

কোনোভাবে বেঁচে যান ওই দুই যুবক। প্রাণ বাঁচাতে বাইকের গতি বাড়িয়ে দেন। কিন্তু তাতেও লাভ হয় না। গাড়ির পেছনে ধাওয়া করে চিতাবাঘটি।

একপর্যায়ে আবারও তাদেরকে লক্ষ্য করে চলন্ত বাইকের দিকে ঝাঁপ দেয় চিতাবাঘটি। এ সময় তার থাবা পড়ে কেকের বাক্সের ওপর। এরপরই বুদ্ধি করে চিতাটিকে লক্ষ্য করে কেকটি ছুড়ে মারেন সাবির।

ওই সময় কয়েক মুহূর্তের জন্য কিছুটা দ্বিধান্বিত হয় বাঘটি। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই প্রাণ নিয়ে বাড়ি ফেরেন দুই ভাই।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews