1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ প্রিন্স ফিলিপ, হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবার্গকে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে নিতে দেখা গেছে। বেশ কিছু দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করছিলেন। তবে করোনাভাইরাস সংক্রান্ত কিছু নয় বলে খবরে এসেছে। গত মাসেই উইন্ডসর প্রাসাদে ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা কভিড প্রতিরোধে টিকা নেন প্রিন্স ফিলিপ ও রানি এলিজোবেথ।

ধারণা করা হচ্ছে, তিনি আগামী কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। প্রিন্স ফিলিপ হাসপাতালে থাকলেও ৯৪ বছর বয়সী রানি উইন্ডসর প্রাসাদেই থাকছেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews