হারতেই ভুলে গেছে চেলসি। টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর অপরাজিত টানা ১২ ম্যাচ। আজ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে না হারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। তবে প্রথম লেগে ১-০ গোলে জিতলেও স্ট্যামফোর্ড ব্রিজে স্বস্তিতে থাকার উপায় নেই। কারণ অ্যাতলেতিকো মাদ্রিদে আছেন লুই সুয়ারেসের মতো জাত স্ট্রাইকার। লিভারপুলে থাকতে চেলসিকে ভুগিয়েছেন অনেকবার। তাই সতর্ক টুখেল, ‘সুয়ারেস জন্মগত স্ট্রাইকার। প্রচুর গোল করেও সন্তুষ্ট থাকে না, অসাধারণ। ওর বার্সেলোনা ছাড়ার গুঞ্জন যখন ছড়ায় তখন আমি পিএসজির কোচ। খুব করে প্যারিসে চাইছিলাম সুয়ারেসকে।’
লিভারপুলে ১৩৩ ম্যাচে সুয়ারেস করেছিলেন ৮২ গোল। বার্সেলোনায় স্বর্ণালি অধ্যায় শেষে অ্যাতলেতিকোয় শুধু লা লিগায় করেছেন ১৮ গোল। তবে চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে গোল নেই টানা ছয় বছর। গোল খরাটা কাটানোর আজই হয়তো শ্রেষ্ঠ দিন। কোচ ডিয়েগো সিমিওনির চাওয়াও সেটা, ‘শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, সব ম্যাচেই সুয়ারেস খেলে দলের যোগ্য নেতা হয়ে।’ চেলসি টানা ১২ ম্যাচ না হারলেও অ্যাতলেতিকো সর্বশেষ সাত ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। আজ তাই কঠিন চ্যালেঞ্জ ডিয়েগো সিমিওনির দলের।
সূত্র: ইএসপিএন