নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে বাংলাদেশ ফুটবলে বেশ পরিচিত নাম। এই তারকা ফুটবলার বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। ঘরোয়া লিগে খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে।
নাগরিকত্ব বদলানো কিংসলের স্বপ্ন বাংলাদেশ দলের লাল-সবুজের জার্সিতে খেলা। তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কিন্তু আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) এবং দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) থেকে ছাড়পত্র না পাওয়ায় সাফ ফুটবলে খেলা হচ্ছে না এলিটা কিংসলের।
১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতাকে সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ। সেই দলে ছিলেন কিংসলে। কিন্তু ফিফার অনুমোদন না পাওয়ায় কিংসলেকে সাফে খেলাতে পারছে না বাংলাদেশ।
সাফে অংশ নিতে মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল।
সোমবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, কিংসলের বিষয়টি নিয়ে আমাদের ফেডারেশন কাজ করছে। ফিফার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সন্ধ্যায় জানা যায়, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলার জন্য এলিটা কিংসলেকে অনুমোদন দেয়নি ফিফা। যে কারণে তাকে ছাড়াই সাফে খেলতে হবে বাংলাদেশ দলকে।