1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

সাঙ্গু নদীতে সাঁতার কাটতে নেমে কিশোর নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২১ মে, ২০২১

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে সাঁতার কাটতে নেমে মো. ফারহান (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাইদাহারি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফারহান চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকার জামাল খানের ছেলে। ঈদের ছুটিতে খাগরিয়ার মৈশামুড়া এলাকায় তুহিন নামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সে।

খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল ছেলেটি। দুপুরে সাঙ্গু নদীতে সাতাঁর কাটতে নেমে স্রোতের কারণে নিখোঁজ হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন বলেন, ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি চট্টগ্রাম থেকে এসে প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছেন।

তবে ছেলেটিকে পাওয়া যায়নি। নদীতে জোয়ার আসায় আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। পরে আবারো অভিযান চালানো হবে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews