1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রপের আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল বে হিলস্ বাংলাদেশ সেনাবাহিনী এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ভারতকে নীল সাগরে ডুবিয়ে হেক্সা শিরোপা জিতলো অস্ট্রেলিয়া অসম্ভব কে সম্ভব করে দেখালেন ইনজুরি থেকে ফেরা ম্যাক্সওয়েল নেতাকর্মী নিয়ে সুধী সমাবেশে করলেন জাহাঙ্গীর আলম প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী ঢাকাই চলচ্চিত্রে আরও এক নতুন নায়িকার আবির্ভাব পরনের তোয়ালে খুলে যাচ্ছে ক্যাটরিনার! জননিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা করলো ট্রাফিক রমনা বিভাগ তাপসের ছবির নতুন লুকে বুবলী

সরকারের টাকার অভাব নেই

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে। জনস্বার্থে যে কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে সরকারের টাকার অভাব নেই। তবে সংশ্লিষ্টদের অবশ্যই কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের দীর্ঘ সেতু রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সমবেত লোকজনের উদ্দেশে এসব কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনা পরিস্থিতিতে দেশের উন্নয়ন কিছুটা পিছিয়ে পড়ে, কিন্তু এরপরও বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে। এতে সুনামগঞ্জের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ সহজ হবে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর উপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৮ সালের ৩০ জুন সেতুর কাজ শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews