1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন

সরকারি জলাশয় ভরাট করে বিএনপি নেতার রাস্তা!

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন একটি সরকারি জলাশয়ের একাংশ বালু দিয়ে ভরাট করে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগ উঠেছে মো. আতিুকুল ইসলাম নামে বিএনপি দলীয় সাবেক এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। রাস্তা নির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের পক্ষ থেকে নিষেধ করলেও মানছেন না তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌর এলাকার জর্জ একাডেমির পূর্ব পাশে একটি সরকারি জলাশয়ের একাংশ ভরাট করছে বোয়ালমারী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি নেতা মো. আতিকুল ইসলাম। ওই জলাশয়টি সরকারি এবং ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন।

অভিযোগ পেয়ে গতকাল বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের ফরিদপুর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বালু দিয়ে ওই জলাশয় ভরাট বন্ধের নির্দেশ দানের জন্য সুপারভাইজার মো. কাইউম মোল্লাকে পাঠান। তিনি দুপুরে ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় এবং অভিযুক্ত ফোন রিসিভ না করায় তার ভাইকে ভরাট কাজ বন্ধের জন্য নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশনা মানছেন না ওই বিএনপি নেতা এবং সাবেক কাউন্সিলর।

ফরিদপুর সড়ক বিভাগের সুপারভাইজার মো. কাইউম মোল্লা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি ফোন রিসিভ না করায় আমি তার ভাইকে ভরাট কাজ বন্ধ করার জন্য বলে এসেছি।’

অভিযোগ অস্বীকার করে সাবেক পৌর কাউন্সিলর মো. আতিকুল ইসলাম বলেন, ‘ওই জলাশয়ের পেছনে আমার ব্যক্তিগত জায়গা। সেখানে যাওয়ার জন্য আমি জলাশয়ের একাংশ ভরাট করে রাস্তা তৈরি করছি।’

এ ব্যাপারে ফরিদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘আমি বিষয়টি গতকালই জেনেছি। আজ আমাদের এক ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছি। সে গিয়ে ভরাটের কাজ বন্ধ করে দেবে।’

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews