মোস্তাফিজের বাউন্সার বল উইকেটকিপার লিটন দাসও ধরতে পারেননি। এই ওভারেই তৃতীয় বলে ভালো লেংথ থেকে বল তুলে উইল ইয়াংকে আউট করেন মোস্তাফিজ। ইয়াং এর ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে বল। ৮ বলে কোনো রান না করেই ফিরলেন ইয়াং।
নিউজিল্যান্ড ৬ ওভার শেষে ২ উইকেটে ২৬ রান। উইকেটে নতুন ব্যাটসম্যান চ্যাড বস। মোস্তাফিজুর রহমানকে স্ট্রেট ড্রাইভে চার! নিউজিল্যান্ডের ইনিংস এভাবে শুরু করলেন ফিন অ্যালেন। সুইংয়ের খোঁজে সামনে করার চেষ্টা করেছেন মোস্তাফিজ। সেটি না হওয়ায় লেংথ পিছিয়ে এনে প্রথম ওভার শেষ করলেন।
দুটি পরিবর্তন আছে বাংলাদেশ একাদশে। তানজিম হাসানের জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। বাদ পড়েছেন উইকেটকিপার নুরুল হাসান। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। ওয়ানডে অভিষেক হচ্ছে তাঁর। আগের ম্যাচে ৪ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামলেও আজ বাংলাদেশ খেলছে ৫ জনকে নিয়েই।
একাদশ লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
এদিকে অপরিবর্তিত নিউজিল্যান্ড নিউজিল্যান্ড পরিবর্তন আনেনি কোনো। একাদশ ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট। বিভি/ এসকে