1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

শাহরুখের মতো দেখতে যুবককে নিয়ে তোলপাড়!

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

এক ঝলকে দেখলে মনে হবে যেন শাহরুখ খানই। কিন্তু আসলে উনি তিনি নন। এ কেবল তার মতো চেহারা মাত্র। আর এই চেহারাই এখন ভাইরাল নেট দুনিয়ায়। শাহরুখ খানের মতো হুবহু দেখতে ভারতের নাগপুরের বাসিন্দা প্রশান্ত ওয়াডলে বর্তমানে ভাইরাল হতে শুরু করেছেন। তাকে নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে দেশেটিতে।

জানা যাচ্ছে, শাহরুখ খানের মতো অবিকল প্রশান্ত ওয়াডলে ডন-টু ফ্যানের মতো একাধিক ছবিতে কিং খানের সঙ্গে কাজ করার পর এবার তিনি পরিচালনার কাজ শুরু করছেন।

প্রশান্ত ওয়াডলে জানান, তিনি প্রথম যে ছবি তৈরি করতে চলেছেন, তা শাহরুখ খানকেই উৎসর্গ করবেন। বলিউডে একজন কোরিওগ্রাফার হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন। এরপর শাহরুখের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে তার মতো হয়ে কাজ করেন। এরপর শুরু করেন কৌতুক শিল্পীর কাজ। তবে এতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। একটু একটু করে হলেও বাড়ছে ফলোয়ারের সংখ্যা। তাতে তিনি বেশ খুশি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews