রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘রিয়া’র যুদ্ধবিষয়ক একজন সংবাদদাতা নিহত হয়েছেন এবং আরও তিন সাংবাদিক আহত হয়েছেন। ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অঞ্চল জাপোরিজিয়াতে চলমান যুদ্ধে সম্মুখ সারির কাছাকাছি গোলার আঘাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
শনিবার ইউক্রেনের হামলায় সাংবাদিকরা আহত হন কিন্তু রিয়া সংবাদদাতা রোস্তিস্লাভ ঝোরাভলেভ ভ্রমণের সময় নিহত হন। রিয়া সংবাদ সংস্থা থেকেও তার নিহতের খবর পরিবেশন করা হয়েছে।রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের ক্লাস্টার বোমায় চার সাংবাদিক আহত হয়েছেন। আহত হওয়ার পর রোস্তিস্লাভ মারা যান।
প্রসঙ্গত, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করছে। যদিও এর সপক্ষে তারা কোনো প্রমাণ হাজির করেনি।