1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন

রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১০ জুলাই, ২০২১

রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ফুটবল ভক্ত থেকে শুরু করে বোদ্ধাদের মাঝে চলছে কথার লড়াই। কোথাও কোথাও সেটি রূপ নিয়েছে মারামারিতেও। পছন্দের দলই শিরোপা জিতবে বলে দাবি করছে সবাই। তবে সবকিছুরই সমাপ্তি হতে যাচ্ছে রবিবারের সেই ফাইনালের মধ্য দিয়ে।

কোপা আমেরিকার এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ায়। কিন্তু দেশের অভ্যন্তরীণ দাঙ্গার কারণে কলম্বিয়ার নাম সরিয়ে নেয়া হয়। পরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে আয়োজনে অপারগতার কথা জানিয়ে দেয় আর্জেন্টিনাও। শেষ পর্যন্ত ব্রাজিলেই অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সময়ের অন্যতম সেরা এই দুদল। ব্রাজিল-আজেন্টিনা মধ্যকার এই মহারণ অনুষ্ঠিত হবে আগামীকাল(রবিবার) বাংলাদেশ সময় সকাল ৬টায়।

ব্রাজিল ও আর্জেন্টিনা সর্বশেষ কোনো ফাইনালে খেলেছে ১৪ বছর আগে। ২০০৭ সালের কোপার সেই ফাইনালটি হয়েছিল ভেনিজুয়েলার মারাকাইবোতে। সেবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ট্রফি জিতেছিল ব্রাজিল।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews