১০৬ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০১৬ সালে বিশ্বরেকর্ড গড়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছিলেন পল পগবা। তখন ম্যানইউয়ের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছিলেন এই ফরাসি তারকা। সেই চুক্তির মেয়াদ শেষে ফ্রিতে জুভেন্টাসে ফিরে গেলেন পগবা।
চার বছরের জন্য পগবাকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস।
বছরে ৮ মিলিয়ন ইউরো পারিশ্রমিক নেবেন তিনি। জুভেন্টাসের জার্সিতে প্রথম দফায় ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন পগবা। তাকে ফেরত পেয়ে উচ্ছ্বসিত জুভেন্টাস।
আনুষ্ঠানিক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ‘তুরিনে ফিরেছে পল পগবা। সে বালক হিসেবে আমাদের ছেড়েছে, এবার পুরুষ হিসেবে ফিরলো, যে কি না একজন চ্যাম্পিয়ন। একটি জিনিস বদলায়নি, জুভেন্টাসের হয়ে তার ভালো খেলার স্পৃহা। ’
জুভেন্টাসে ১০ নম্বর জার্সি পরে খেলতেন পগবা। এবার ফিরেও সে জার্সিই পাচ্ছেন তিনি। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা ক্লাব ছেড়ে যাওয়ায় জুভেন্টাসের ১০ জার্সিটি ফাঁকাই ছিল। সেটি পরেই মাঝমাঠ মাতাবেন পগবা।