অভিনেতা মোশারফ করিম মানেই নাটকে ভরপুর বিনোদন। তার নতুন নাটক আসা মানেই দর্শকদের কাছে বাড়তি আনন্দ। সম্প্রতি মোশাররফ করিম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন কেয়া পায়েলের সঙ্গে। নাটকটির নাম ‘এইম ইন লাইফ’।
মোশাররফ করিম ও কেয়া পায়েল ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, সিয়াম নাসির, সবুজ রহমান, শিমুসহ আরও অনেকে।
সৌরভ ইশতিয়াকের স্ক্রিপ্টে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। নাটকটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাক মোরশেদ ও বিশ্বজিৎ দত্ত। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন মাহমুদ মাহিন।
মোশাররফ করিম-পায়েলের ‘এইম ইন লাইফ’
ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে একাধিক বড় প্রোডাকশন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
‘এইম ইন লাইফ’ নাটকটি ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।