সরকার নিষেধাজ্ঞা জারির পর পুলিশ মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে বাধা দেওয়ায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন চালকরা।
আজ পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক শাহবাগ মোড় অবরোধ করে যান চলাচল আটকে রাখে ও পরে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন । তাঁরা সড়কে মোটরসাইকেল রেখে ফুটপাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
করোনা সংক্রমণ রোধে বিদ্যমান পরিস্থিতিতে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার ঘোষণা আসে বুধবার। আপাতত দুই সপ্তাহের জন্য পর্যন্ত বহাল থাকবে এ এই নিষেধাজ্ঞা।
এর আগে রাইড শেয়ারিং অ্যাপ বন্ধের প্রতিবাদে রাজধানী ধানমন্ডি ২৭, বাড্ডা এলাকাতেও মোটরসাইকেল চালকেরা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, রাইড শেয়ারিং চালু করা হোক।
বিক্ষুব্ধ চালকরা বলছেন, বাস, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে যাত্রীরা যেখানে ‘গাদাগাদি’ করে যাচ্ছে, সেখানে করোনাভাইরাস ঠেকাতে মোটরবাইকে যাত্রীসেবা নিষিদ্ধ করা হলো কেন?
নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটরসাইকেলচালক বলেন, বছরখানেক এভাবে তিনি উপার্জন করছেন। হঠাৎ এই সার্ভিস বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে তাকে না খেয়ে থাকতে হবে।