1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:২০ অপরাহ্ন

মেঝেতে বৃদ্ধ দম্পতির মৃতদেহ, ছিল হাত-পা বাঁধা

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের কাজলদীঘি গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৭০) এবং তার স্ত্রী ফেন্সি আরা বেগম (৬০)। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত হাফিজুল ইসলাম ছেলে-মেয়েরা বিয়ে ও চাকরির কারণে অন্যত্র থাকেন। ওই বাড়িতে এই বৃদ্ধ দম্পতি ছাড়া আর কেউ বাস করতেন না। সকাল সাড়ে ১০টার দিকে পাশের গ্রামের এক ব্যক্তি ওই বাড়িতে গরুর মাংস দিতে আসেন। এ সময় তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া পেয়ে জানলা দিয়ে উঁকি দিয়ে হাফিজুর রহমানের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি আরো বলেন, কি কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়টি আমারো এখনও নিশ্চিত না। তদন্ত করে বিষয়টি বলা যাবে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews