1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ অপরাহ্ন

মুমিনুলের পর ফিরলেন লিটনও

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১ মে, ২০২১

শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পাল্লেকেলে ২২৪ রান তুলছে ছয় উইকেটের পতন হয়েছে সফরকারীদের।

শনিবার চা বিরতি থেকে ফিরতেই দ্রুত আউট হন মুমিনুল হক ও লিটন দাস।

১০৪ বলে ৪৯ রান করে বিদায় নেন অধিনায়ক মুমিনুল। ১১ বলে ৮ রান করেন লিটন।

বাংলাদেশের ছয়টি উইকেট তুলেছেন দুই লঙ্কান স্পিনার। প্রবীণ জয়াবিক্রমা চারটি ও দুটি উইকেট আদায় করেছেন রমেশ মেন্ডিস।

সফরকারীতের হয়ে ৬২ বলে ২৫ রান করেন সাইফ হোসের। শূন্য হাতে ফিরে যাওয়ার আগে চার রান করেন নাজমুল হোসেন শান্ত।

১৫০ বলে ৯২ রান করে মাঠ ছাড়েন তামিম ইকবাল। ৬২ খেলে মুশফিকের ব্যাট থেকে আসে ৪০ রান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমানে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকভেলা, প্রবীণ জয়াবিক্রমা, সুরাঙ্গা লাকমল, রমেশ মেন্ডিস ও বিশ্ব ফার্নান্দো।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews