1. support@renexlimited.com : Renex Ltd : Renex Ltd
  2. nirobislamrasel@gmail.com : Shuvo Khan : Shuvo Khan
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০২:১১ অপরাহ্ন

মুনকে একহাত নিলেন কিমের বোন ইয়ো

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মন্তব্য করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জায় ইন মুনের ওপর চটেছেন উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

জায় ইন মুন উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘উদ্বেগজনক’ বলেছিলেন, এমন মন্তব্যের সমালোচনা করেছেন কিম ইয়ো জং। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে দেওয়া দক্ষিণের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অমর্যাদাকর’ বলেও অভিহিত করেছেন তিনি।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার এ ধরনের অযৌক্তিক ও বেহায়া আচরণ পুরোপুরিই যুক্তরাষ্ট্রের গুণ্ডামি মার্কা যুক্তির মতো।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে মুনের বক্তব্যের পাল্টায় ইয়ো জংয়ের বিবৃতি তুলে ধরা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে জাপান সাগরের কাছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর পথে হাঁটছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এ পরীক্ষার পরপরই দক্ষিণের প্রেসিডেন্ট মুন বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত সংলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করা।

আলোচনার ক্ষেত্রে সিউল, পিয়ংইয়ং বা ওয়াশিংটন কারোরই বাধা সৃষ্টি করা উচিত হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার এ প্রেসিডেন্ট উত্তরের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও অভিহিত করেন।

পরে কিমের বোন ইয়ো জং পরে মুনের অবস্থানের কড়া সমালোচনা করেন।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতার এ বোন দেশটির সরকার ও ক্ষমতাসীন দলে বেশ প্রভাবশালী। কিমের সঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ সম্মেলন ও সফরেও তাকে দেখা গেছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews
%d bloggers like this: