1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

মা-বাবা ও বোনের পর করোনায় আক্রান্ত দীপিকা

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৫ মে, ২০২১

মা-বাবা ও বোনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি বর্তমানে ভারতের বেঙ্গালুরুর নিজ বাড়িতে পরিবারের সঙ্গে আইসোলেশনে আছেন। আজ মঙ্গলবার (৪ মে) এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তার বাবা ভারতের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজালা ও ছোট বোন অনিশা পাড়ুকোন। প্রকাশ পাড়ুকোন বর্তমানে বেঙ্গালুরুতে হাসপাতালে ভর্তি আছেন।

প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমির ডিরেক্টর এবং শাটলারের ঘনিষ্ট বন্ধু বিমল কুমার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিগত ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী (উজালা) এবং তাদের দ্বিতীয় সন্তানের (অনিশা) শরীরে নানা উপসর্গ দেখা দিচ্ছিল। তারা টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ আসে’।

তিনি আরো বলেন, ‘এরপর তারা আইসোলেশনে চলে যান। তবে এক সপ্তাহ পরেও প্রকাশের জ্বর কমেনি, তাই গত শনিবার তাকে বেঙ্গালুরুতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রকাশ এখন ঠিক আছে। ওর সমস্ত প্যারামিটার ঠিক আছে। ওর স্ত্রী, ছোট কন্যা বাড়িতে রয়েছে এবং ও আশাবাদী ২-৩ দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে’।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews