1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে হামলা: ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে হেফাজত ইসলামের কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় এই হামলার ঘটনা ঘটে। পরে আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে গ্রেপ্তার প্রতিবাদে বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে। এ সময় আমিসহ আমার ৫ পুলিশ সদস্য আহত হয়েছি।

এ ঘটনার বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, পুলিশের ওপর হামলার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews