1. support@renexlimited.com : Renex Ltd : Renex Ltd
  2. nirobislamrasel@gmail.com : Shuvo Khan : Shuvo Khan
শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন

ভোলায় আগুনে পুড়ল নৌ থানাসহ ২০ দোকান

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ভোলার ইলিশায় অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ পুলিশ থানা ও প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. শাহিন জানান, সন্ধ্যা ৭টার দিকে জংশন বাজারের ব্যবসায়ী মো. কালুর দোকানের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ইলিশা নৌ পুলিশ থানা, জাহাঙ্গীরের টিনের দোকান, ফারুকের কাঠের দোকান, সাইফুলের ফার্মেসি, সাহাবুদ্দিনের খাবার হোটেল, নিজামের গার্মেন্টস, মফিজের পেট্রলের দোকান, ইসমাইলের হার্ডওয়ারের দোকান, পরিমলের জুয়েলার্স, আরিফের মুদি দোকানসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews
%d bloggers like this: