1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন

ভার্চুয়াল শুনানিতে ১১ দিনে জামিন পেলেন ২০ হাজার কারাবন্দি

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

করোনা মহামারির মধ্যে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে গত ১১ কার্যদিবসে জামিন দেওয়া হয়েছে ২০ হাজার ৩৯ জন কারাবন্দিকে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান।

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এতে গত ১১ কার্যদিবসে নিম্ন আদালতে ২০ হাজার ৩৯ জন কারাবন্দি জামিন পেয়েছেন।

সাইফুর রহমান আরো জানান, এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়ালি শুনানি নিয়ে সারা দেশে অধঃস্তন আদালতে ২ হাজার ৭২৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এতে জামিন পান ১ হাজার ৩৯৫ জন হাজতি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews