1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

ভারতে করোনার চিকিৎসাসামগ্রী পাঠাল তুরস্ক

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ২৬ মে, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াল তুরস্ক। করোনা প্রতিরোধে জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে রাজধানী দিল্লিতে মঙ্গলবার অবতরণ করেছে তুর্কি সেনাবাহিনীর একটি বিমান।

জরুরি চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে— ৫০ হাজার বাক্স ওষুধ, ৫০টি ভেনটিলেটর, ৫টি অক্সিজেন তৈরির মেশিন ও ৬৩০টি অক্সিজেন টিউব। খবর আনাদোলুর।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এক টুইটবার্তায় এ কথা নিশ্চিত করেছেন। তুর্কি রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে ওই জরুরি ওষুধ ও করোনা প্রতিরোধ সরঞ্জাম পাঠিয়েছে।

ওষুধের বাক্সে মোড়ানো ছিল বিখ্যাত পার্সি কবি জালালউদ্দিন রুমির বিখ্যাত উক্তি ‘অন্ধকারের পর সেভাবে সূর্যালোক আসে, হতাশার পরই আসে আশার আলো’সংবলিত মোড়কে।

এতে আরও লেখা ছিল— ভারতের মানুষদের জন্য তুরস্কের ভালোবাসা।

তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহীম আলতার বলেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নির্দেশে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে ভারতে এ জরুরি সহায়তা পাঠানো হয়।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews