1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

ভাটারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর ভাটারায় তানিয়া আক্তার আঁখি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আঁখির পরিবারের অভিযোগ, তার স্বামী মো. তালহা তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন। এ ঘটনায় তালহাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আঁখির চাচা রহিম আহমেদ আকাশ জানান, ১০ বছর আগে পারিবারিকভাবে তালহার সঙ্গে আঁখির বিয়ে হয়। স্বামী-স্ত্রী ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় আই ব্লকে একটি বাসায় বসবাস করছিলেন। বিয়ের পর থেকেই নানা অজুহাতে তালহা স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে পারিবারিকভাবে বৈঠকও হয়েছে একাধিকবার। আঁখিকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তালহার দাবি, তার স্ত্রী ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছেন।

ভাটারা থানার এসআই হাসান পারভেজ বলেন, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে তালহাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews