1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন

ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বাতিলের দাবি-দুমকিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করছেন দুমকি উপজেলার শিক্ষার্থীরা।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ঐক্য ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ভর্তিচ্ছুক শিক্ষার্থী মো: আবুল কালাম, মোঃ হাবিবুর রহমান, বুলবুল আহমেদ, জাবের আহমেদ, মোসাঃ লামিয়া প্রমূখ।

বক্তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদের প্রস্তুতি থাকলেও এক পত্রে বিভাগ পরিবর্তণ ব্যতিরেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় চরম ভাবে ফলাফল বিপর্যয় ঘটতে পারে। অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে ভর্তি বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। তাই অবিলম্বে এই গুচ্ছ পদ্ধতি বাতিলের জোর দাবি জানায় শিক্ষার্থীরা। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews