1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রপের আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল বে হিলস্ বাংলাদেশ সেনাবাহিনী এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ভারতকে নীল সাগরে ডুবিয়ে হেক্সা শিরোপা জিতলো অস্ট্রেলিয়া অসম্ভব কে সম্ভব করে দেখালেন ইনজুরি থেকে ফেরা ম্যাক্সওয়েল নেতাকর্মী নিয়ে সুধী সমাবেশে করলেন জাহাঙ্গীর আলম প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী ঢাকাই চলচ্চিত্রে আরও এক নতুন নায়িকার আবির্ভাব পরনের তোয়ালে খুলে যাচ্ছে ক্যাটরিনার! জননিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা করলো ট্রাফিক রমনা বিভাগ তাপসের ছবির নতুন লুকে বুবলী

‘ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই খুব খারাপ’

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১০ জুলাই, ২০২১

১৪ বছর পর এবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা।

ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তা পায় না আর্জেন্টিনা। এর আগে ২০০৭ কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

এবারও কি সেই ফলাফলের পুনরাবৃত্তি হবে?

পরিসংখ্যান টেনে এনে ফাইনালে কোন দল জিতবে তা নিয়ে বিশ্লেষণ চলছেই। আর সব বিশ্লেষণের শেষ কথা জানা যাবে রোববার সকাল ৮টার কিছু আগে।

এদিন ব্রাজিলের এতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় কোপা আমেরিকার ফাইনালের দ্বৈরথে মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি।

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের রুদ্ধশ্বাস অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য। অবশ্য ২৪ ঘণ্টাও নেই আর।

এমন এক মহারণকে সামনে রেখে বাংলাদেশের সাবেক কোচ এডসন সিলভা ডিডোকে জিজ্ঞেস করা হয়েছে- কোন দল জিতবে? ফাইনালে কার পক্ষে অবস্থান তার?

অবশ্য এ ব্রাজিলিয়ান নিজের দেশকেই টানবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক জবাব দিলেন তিনি। তার জবাবে বিস্মিত হবে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থকরাই।

কারণ ডিডোর চোখে ব্রাজিল-আর্জেন্টিনার বর্তমান দুটি দলই খারাপ।

তিনি বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই খুব খারাপ। তাই যে কোনো দলই জিততে পারে ফাইনালে। ম্যাচে যাই হোক, যাই ঘটুক, তাতে ভালো কিছু বলা যাবে না। খারাপ খারাপই- যতক্ষণ পর্যন্ত না সেটা আমূল পরিবর্তন করা যায়।’

এমন জবাবের পেছনে যুক্তিতো দেখাতেই হবে ডিডোকে। ডিডো হতাশ করলেন না। তার মতে দু একজন তারকা ছাড়া দল দুটোতে বাকি সব গড়পরতা খেলেন।

আর্জেন্টিনার বিষয়ে বলেন, ‘এটা তো স্পষ্টই দেখা যাচ্ছে। আর্জেন্টিনায় মেসি, ডি মারিয়া ও অ্যাগুয়েরোর মতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা বেশি বয়সের। এর মধ্যে কেবল মেসি এখনো প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হতে পারেন। বাকিরা সব গড়পরতা। নিজ নিজ ক্লাবেই তারা প্রধান খেলোয়াড় নন। আর গত ২৯ বছরে আর্জেন্টিনা একটা ট্রফিও জিততে পারেনি।’

নিজ দেশ ব্রাজিলের দল নিয়ে ডিডো বলেন, ‘বর্তমান দলটি যে ফুটবল খেলছে তা দিয়ে ব্রাজিলের প্রকৃত ফুটবলের ছাপ ফুটে উঠে না। নেইমার দলকে যতটা না দিতে পারে তার চেয়ে বেশি উপস্থাপন করা হয় তাকে। তবে এটা বলব নেইমার এখনো মেসির মতো বিপজ্জনক ফুটবলার।’

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews