ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
যে কারণে মোস্তাফিজকে নিয়ে আলাদা ভাবনা রয়েছে ফ্রাঞ্চাইজিটির। প্রায়ই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে মোস্তাফিজকে নিয়ে নানা তথ্য দেয় রাজস্থান রয়্যালস।
তবে সবশেষ যে পোস্টটি করেছে ফ্রাঞ্চাইজিটি তা রীতিমতো বিস্ময়কর।
ব্রাজিল জাতীয় দলের ফুটবলার ফাবিনহোর সঙ্গে মোস্তাফিজের চেহারার মিল খুঁজে পেয়েছে আইপিএলের দলটি।
তাদের মতে, মোস্তাফিজ ও ফাবিনহো দেখতে প্রায় একই রকম। বিশেষ করে দুজনের হাসি প্রায় এক রকম।
তার প্রমাণও দিয়েছে রাজস্থান। গত সোমবার মোস্তাফিজ ও ফাবিনহোর ছবি একসঙ্গে আপলোড করে রাজস্থান রয়্যালসের ভেরিফায়েড ফেসবুক পেজে। ক্যাপশনে দুজনের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে বলা হয়।