1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন

বেবি বাম্প নিয়ে জিম করে তাক লাগিয়ে দিলেন নীতি মোহন

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৬ মার্চ, ২০২১

খুব শীঘ্রই মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা নীতি মোহন। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে নিজের বর্তমান অবস্থার কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন গায়িকা। আর তারপরেই শুরু হয়েছে আলোচনার হিড়িক।

একটি ভিডিওতে জিম সেশনের মুহূর্ত শেয়ার করেছেন গায়িকা। বিবরণে তিনি লিখেছেন, ‘হবু মা একেবারে ফুল ফর্মে (আমি বলছি একেবারে গোল)।’ নীতির বোন ও জনপ্রিয় নৃত্যশিল্পী শক্তি মোহন সেখানে লিখেছেন, ‘ফিট মম্মা’।

তারই সঙ্গে আরও কয়েকটি জিম সেশনের ভিডিও শেয়ার করেছেন নীতি। সেখানে দেখা যাচ্ছে বেবি-বাম্প নিয়েই কোনও রকম ছাড় দিচ্ছে না গায়িকা। নিজেকে ফিট রাখতে সব কিছুই করছেন তিনি। নীতি মোহন ও নীহার পান্ডিয়া ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জুটি বাঁধেন। খুব শ্রীঘই আসতে যাচ্ছে তাদের সন্তান।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews