1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ অপরাহ্ন

বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত; শারীরীক অবস্থা স্থীতিশীল

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১১ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে গতকাল বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা পরীক্ষার ওই প্রতিবেদনে দেখা যায়, আইসিডিডিআর,বি ল্যাবরেটরিতে ১০ই এপ্রিল তার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটি পিসিআর পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ১১ এপ্রিল প্রকাশিত রিপোর্টে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট ‘পজিটিভ’ আসে।

খালেদা জিয়ার ভাগ্নে ও ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হলেও বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. মামুন।

তিনি বলেন, বাসার একজন স্টাফের জ্বর থাকায় তার করোনা টেস্ট করা হয়, তার পজিটিভ আসলে বাকী সবারই টেস্ট করা হয়। টেস্টে বেগম খালেদা জিয়াসহ তার বাসায় অবস্থানকারী ৫জন স্টাফেরও করোনা পজিটিভ আসে।

শারীরিকভাবে তিনি সুস্থ্য আছেন। খাওয়া-দাওয়াও করছেন স্বাভাবিক।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews