1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

বিয়ের দুই মাসের মাথায় মা হওয়ার ঘোষণা দিলেন নায়িকা!

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১২ জুলাই, ২০২১

বিয়ের দুই মাস না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী এভলিন শর্মা।

গত ১৫ মে এভলিন অস্ট্রেলিয়াভিত্তিক ডেন্টাল সার্জন ডা. তুশান বিন্দিকে বিয়ে করেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল এ তথ্য জানিয়েছে।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী ভারতের একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। উৎফুল্ল তুশানও। এভলিন এ খবরকে ‘সেরা উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

এভলিন আরও জানিয়েছেন, তাদের সন্তান জন্ম নেবে অস্ট্রেলিয়ায়। এখন এ দম্পতি সেখানেই বসবাস করছেন।

এভলিন ও তুশানের প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে। তাদের দেখা হয় দুজনের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। ২০১৯ সালে এ যুগল বাগদান সারেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews