২০২২ বিশ্বকাপকে করোনামুক্ত আয়োজন হিসেবে নিশ্চিত করতে যা যা প্রয়োজন, এর সবকিছুই কাতার করবে বলে জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে থানি।
করোনা মহামারী দমন করা সম্ভব হচ্ছে। দিনের পর দিন বিশ্বের নানা প্রান্তে প্রতিনিয়ত বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে বিশ্বময় স্থগিত হয়ে আছে হাজারো আয়োজন। কিন্তু আগামী বছর বসতে চলা ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ কাতার।
করোনা ভাইরাসের সংক্রমণ যত বাড়ছে, ততই নানারকম উদ্বেগ ছড়িয়ে পড়ছে সর্বত্র। এমন পরিস্থিতিতে আশার কথা শোনালেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী।
সম্প্রতি দোহায় বসে এক ভিডিও কনফারেন্সে মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে থানি বলেন, ‘২০২২ সালে হতে চলা ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়, খেলা দেখতে আসা দর্শক ও অতিথিদের সবাই যেন করোনার টিকা নিতে পারেন, সেজন্য পরিকল্পনা করছে কাতার সরকার।’
মধ্যপ্রাচ্যের দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই লক্ষ্যে এরইমধ্যে করোনার টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে আলাপ করছে কাতার কর্তৃপক্ষ। দেশটিতে খেলা দেখতে আসা সবাই করোনার টিকাগ্রহণকারী হয়ে থাকেন, সেটি নিশ্চিত করতে চাই আমরা।’
৩২ দল নিয়ে ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হচ্ছে বিশ্ব আসর। ১৮ ডিসেম্বর পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই আয়োজনের।