1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন

বিদেশিরা চায় তাদের ধ্যান-ধারণা অন্য দেশও অনুসরণ করবে

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা গোলামির মতো অবস্থায় নাই, সেজন্য তারা (বিদেশিরা) আমাদের বেশি প্রেসার দেয়। তারা চায় তাদের ধ্যান-ধারণা অন্য দেশও অনুসরণ করবে। ওরা মনে করে তাদের মডেলই ঠিক, ওটাই তারা আরোপ করতে চায়। আমরা সেই ইমপোজিশনে নাই।

সোমবার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন: রাষ্ট্রদূতকে ধরে স্মারকলিপি দেওয়ার সংস্কৃতি আছে কি না, জানা নেই

পশ্চিমারা সরকারের বিরুদ্ধে একটা সফট ক্যাম্পেইন করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, না, তাদের নিজেদের ধ্যান-ধারণা আছে। সে ধ্যান-ধারণা মনে করে অন্য দেশও ফলো করবে। আমরা জাতিসংঘে প্রায়ই বলি, একই মডেল সব জায়গায় গ্রহণযোগ্য নয়। কান্ট্রি টু কান্ট্রি মডেল ভেরি করে। ওরা মনে করে তাদের যে মডেল ওটাই ঠিক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমত অনেকের অবিশ্বাস বাংলাদেশ এত ভালো করল কেমনে? ভালো করছে সুতরাং ওদের দাবিয়ে রাখ। আর দাবিয়ে রাখতে হলে ওখানে কিছু সমস্যা তৈরি করতে হবে, অস্থিরতা সৃষ্টি করতে হবে। এরা ভালো করছে এদের আটকাও। এটা মজ্জাগত সমস্যা। এটাতো নতুন না হিস্টরিক্যাল। আর এর সঙ্গে কিছু কিছু দেশীয় লোক একসঙ্গে যোগ দেয়। তারা সঙ্গে কিছু লোকজন নিয়ে আমাদের প্রেসার দেয়। তাদের (দেশীয়দের) কিছু লক্ষ্য থাকে।

তিনি বলেন, তাদের মডেল একটা আছে ভালো। কিন্তু আমরা অন্যের কাছে যাই না। তাদের মডেলের ভালো-মন্দ আছে। সব মডেলের ভালো-মন্দ আছে। সুতরাং তারা অনেক সময় চায় তাদের মডেলটা আমরা নেই।

বিদেশিদের এ ধরনের অস্থিরতার কারণে অনেক দেশ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন মোমেন।

কারা এসব করে জানতে চাইলে পশ্চিমাদের কথা সরাসরি না বলে মন্ত্রী বলেন, যারা শক্তিশালী, বুদ্ধিমান তারা এসব করে।

পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন নেই। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ক্লোজ। আমাদের সঙ্গে তাদের সম্পর্ক অনেক ভালো। যার কারণে তারা আমাদের অনেক কিছু বলতে পারে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews