1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন

বিক্ষোভকারীদের মাথায় গুলি করার হুঁশিয়ারি মিয়ানমার জান্তা সরকারের!

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

মিয়ানমারে সেনাশাসক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে গেলে বিক্ষোভকারীদের মাথা ও পিঠে গুলি করা হতে পারে। শুক্রবার (২৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি চ্যানেলে প্রচারিত এক ঘোষণায় জানানো হয়েছে এ কথা।

মিয়ানমারে মূলত শনিবার গণতন্ত্রপন্থীদের বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। আর এই কর্মসূচিকে সামনে রেখেই এভাবে কঠোর হুঁশিয়ারি দিল সামরিক সরকার। ঘোষণায় বলা হয়েছে, আগের মৃত্যুগুলো থেকে সকলের শিক্ষা নেয়া উচিত যে, আপনি বিক্ষোভে অংশ নিলে মাথায় ও পিঠে গুলি লাগার ঝুঁকিতে পড়তে পারেন। তবে নিরাপত্তা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার জন্য অনুমতি দেয়া হয়েছে কিনা এ বিষয় স্পষ্ট বলা হয়নি। এছাড়া আগেও সেনাশাসকরা বুঝাতে চেয়েছে যে, বিক্ষোভকারীদের মধ্য থেকে আসা গুলিতেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে।

সামরিক সরকার এটা বুঝিয়েছে যে, সশস্ত্র বাহিনী দিবস ঘিরে দেশটিতে জান্তা সরকার বিরোধী যেকোনো বিক্ষোভ প্রতিরোধে প্রস্তুত তারা।

প্রসঙ্গত, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক সরকার অংসান সূ চিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আটক করে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে গণতন্ত্র রক্ষায় বিক্ষোভ করছে জনগণ। অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের তথ্যমতে দেশটিতে এ পর্যন্ত সামরিক সরকার বিরোধী বিক্ষোভে ৩২০ জনের নিহত হয়েছেন।

সূত্র : এবিসি

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews