গত ডিসেম্বরে ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেজ দ্বিতীয় মেয়াদে ফিরেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। কাতালান ক্লাবে ফিরলেও ৩৮ বছর বয়সী আলভেজের জায়গা হয়নি বার্সেলোনার ইউরোপা লিগের স্কোয়াডে। শীতকালীন দলবদলে দলে যোগ দেওয়া নতুন তিন খেলোয়াড়কে স্কোয়াডে যুক্ত করার সুযোগ ছিল বার্সেলোনার। যেখানে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, এডাম ত্রাওরে ও অবামেয়াং।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার কারণে এবার ইউরোপা লিগ খেলতে হচ্ছে বার্সেলোনাকে। ইউরোপা লিগের স্কোয়াডে আক্রমণ ভাগের খেলোয়াড় বেশি রাখতে চান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। মূলত এ কারণেই দানি আলভেজকে রাখা হয়নি। এ ছাড়া ইংলিশ ক্লাব ওলভস থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এডামা ত্রাওরে রাইট উইং ব্যাক হিসেবে খেলতে পারেন। বিকল্প অপশন থাকায় আলভেজকে রাখা হয়নি।
শীতকালীন দলবদলে সব মিলিয়ে চার ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এদের মধ্যে দানি আলভেজ ছিলেন অন্যতম। সেই দানি আলভেজ এখন শুধু লা লিগাতে বার্সেলোনার জার্সিতে খেলবেন। লা লিগাতেও ধুঁকছে বার্সেলোনা। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে আছে কাতালানরা।