২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আগামী মাসে তিনটি ম্যাচ খেলতে নামবে ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই তিনটি ম্যাচের জন্য সোমবার দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।
আগামী মাসে প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচগুলোর জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি, ডি মারিয়া ও পাওলো দিবালার মতো তারকারা।
একনজরে আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, এস্তেবান আনড্রাদা, এমি মার্টিনেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নেহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্টিনেজ, জার্মান পাজেল্লা, নাকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো প্যারেদেস, গুইদো রোদ্রিগুয়েজ, নিকোলাস ডমিঙ্গুয়েজ, লো সেলসো, প্যালাসিওস, রদ্রিগো ডি পল, পাপ্পু গোমেজ, নিকোলাস গঞ্জালেস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লুকাস অ্যালারিও, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, জোয়াকিন কোরেয়া, অ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ।