1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন

বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছেই

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৩০ জুন, ২০২১

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে বসুন্ধরা কিংস। আজ বুধবার মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে অস্কার ব্রুজনের দল। চতুর্থ হারের স্বাদ পাওয়া মোহামেডান ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। প্রথমার্ধে তারকাবহুল কিংসদের আক্রমণভাগ খুব একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে মোহামেডান ১০ জন নিয়ে বেশ কয়েকবার কিংসদের দুর্গে হানা দেয়। কিন্তু গোল আসেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন রাউল অস্কার বেসেরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম আক্রমণটি শানায় মোহামেডান। তবে কর্নারে মৌনজির কৌলিদিয়াতির হেড ফিরিয়ে দেন শততম লিগ ম্যাচ খেলতে নামা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সপ্তদশ মিনিটে ভালো একটি সুযোগ আসে কিংসদের। বিপলু আহমেদের ব্যাক পাস রবসন দি সিলভা রবিনহোর পা ঘুরে বল পেয়ে যান রাউল অস্কার বেসেরা। রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে পড়া আর্জেন্টাইন বংশোদ্ভূত এই চিলিয়ান ফরোয়ার্ড শট নেওয়ার আগেই ছুটে এসে বল বিপদমুক্ত করেন গোলরক্ষক সুজন হোসেইন।

২২তম মিনিটে বড় ধাক্কা খায় মোহামেডান। ওয়ান-অন-ওয়ান পজিশনে বিপলুকে আটকাতে বক্সের বেশ বাইরে বেরিয়ে আসা সুজনের হাতে বল লাগলে লালকার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হলেও মোহামেডান হানা দিতে থাকে কিংসের রক্ষণে। তবে গোল আসছিল না। বিরতির পর ৫৬তম মিনিটে বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকে তুলে মাহবুবুর রহমান সুফিলকে নামান কিংস কোচ অস্কার ব্রুজন। ৬০তম মিনিটে বাঁ দিক থেকে বিপলুর আড়াআড়ি ক্রসে বেসেরার হেড ক্রসবারের ওপর দিয়ে যায়।

ম্যাচের ৭৬তম মিনিট দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কিংস তারকা ইয়াসিন খান। যে কারণে কিংসরাও ১০ জনের দলে পরিণত হয়। এরপরই আসে ম্যাচের একমাত্র সেই গোল। রবিনহোর চিপ বুক দিয়ে নামিয়ে নিখুঁত টোকায় বল মোহামেডানের জালে পাঠিয়ে দেন চিলিয়ান তারকা রাউল অস্কার বেসেরা। এই নিয়ে লিগে তার গোল হলো ১৫টি। এক গোল বেশি নিয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন বেসেরার সতীর্থ রবিনহো। মোহামেডান ফুটবলাররা অফসাইডের আবেদন করলেও রেফারি তা নাকচ করে দেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews