1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন

বনানীর নীহারিকা টাওয়ারে আগুন

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

রাজধানীর বনানীর নীহারিকা কনকর্ড টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তারা জানান, রাত ৯টা ৪০ মিনিটে কাকলি মোড়ের অদূরে নীহারিকা কনকর্ড টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ছুটে যায়। আধাঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews