1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

মহাসড়কে নির্মাণাধীন সেতু ও ৪ লেনের কাজের কারণে বেঁধে দেয়া গতিসীমা এবং ছোটখাটো দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গ গামী লেনের কোনাবাড়ী থেকে নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকাগামী লেনে যান চলাচল করছে সিগনাল অনুযায়ী।

সোমবার (১৪ জুন) রাত থেকে শুরু হওয়া এ যানজট মঙ্গলবার (১৫ জুন) সকালে অনেকটা কমলেও আবারও সাড়ে ১০টা থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট শুরু হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, মহাসড়কে চলমান কিছু সংকটের কারণে এবং মাঝে মাঝে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে অনেক সময় ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়। তবে যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ যেন স্থায়ী না হয় সে লক্ষে সব সময় মহাসড়কে কাজ করছেন তারা।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews