1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন

ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর তিরস্কার ইসরাইলের

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

তেলআবিবে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইরিক ডানোনকে তলব করে কঠোর তিরস্কার করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেস লি ড্রিয়ানের করা মন্তব্যের জবাবে বৃহস্পতিবার তাকে তিরস্কার করা হয়। খবর-জেরুজালেম পোস্টের।

এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছানো সম্ভব না হয়, তবে ইসরাইল সম্ভবত একটি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলা হয়, এটি অগ্রহণযোগ্য, ভিত্তিহীন, বাস্তব বিবর্জিত এবং ইসরাইল সম্পূর্ণরূপে এটি প্রত্যাখ্যান করছে।

তেল আবিবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল একটি গণতান্ত্রিক, আইন-শাসিত দেশ। কাজেই এসব কিছুকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন চেষ্টার জোরালো প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইল আশা করে তার বন্ধুরা নিজেদের দায়িত্বজ্ঞানহীনভাবে প্রকাশ করবে না, যাতে উগ্রবাদ ও ইসরাইলবিরোধী পদক্ষেপ চাঙ্গা হয়ে ওঠে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য চরমপন্থা ও সন্ত্রাসী সংগঠনের পুরস্কার বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি এমন বক্তব্য হামাসের পক্ষে যায় বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews