নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ক্ষেত্রে ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্ষমতা বাড়ানো, ডিজিটাল ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে এইচটিটিপুল বাংলাদেশ একটি ওয়েবিনারের আয়োজন করেছে।
ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক অংশীদার আলেফ হোল্ডিংয়ের এইচটিটিপুল বাংলাদেশ আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের এফএমসিজি ও সিপিজি কোম্পানিগুলোর সঙ্গে ‘কানেক্টিং উইথ দ্য নিউ ডিজিটাল শপারস (নতুন যুগের ডিজিটাল ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়া)’ শীর্ষক ওয়েবিনারে মার্কেটিংয়ের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তির কল্যাণে ক্রেতারা এখন অনলাইনমুখী কেনাকাটায় ঝুঁকেছে। ওয়েবিনারে ক্রেতাদের কাছে পৌঁছানোর সেরা উপায়সহ বিভিন্ন বিষয়ে এফএমসিজি বিপণনকারীদের সক্ষমতা বাড়ানো নিয়ে পরামর্শ দিয়েছে এইচটিটিপুল বাংলাদেশ। ব্র্যান্ডগুলোর ব্যবসায়িক উন্নতি ঘটানো, ফেসবুক ডিসকভারি কমার্সসহ ক্রেতাদের আকৃষ্ট করার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
এইচটিটিপুলের ফেসবুক ক্লায়েন্ট পার্টনার শাম্মা রহমান বলেন, মহামারিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে পণ্য খুঁজে বের করা ও কেনার পদ্ধতিতে একটা পরিবর্তন এসেছে। এখন ফেসবুক ক্রেতাদের সঙ্গে সহজে যুক্ত হওয়ার জন্য ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের দারুণ সব সুযোগ করে দিচ্ছে। ফেসবুকের ডিসকভারি কমার্স ও নতুন টুলগুলোর সঙ্গে এফএমসিজি/সিপিজি ব্যবসাগুলোর পরিচয় করিয়ে দেওয়া এবং এসব টুলের মাধ্যমে তারা কীভাবে আরও ভালো করতে পারবে, সেসব বিষয়ে ওয়েবিনারে জানানো হয়।
ফেসবুকের সুবিধা নিয়ে সিপিজি বিজ্ঞাপনদাতারা এখন সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যুক্ত হতে পারে বলে জানান এইচটিটিপুলের আরেক ফেসবুক ক্লায়েন্ট পার্টনার তিথি চৌধুরী। তিনি বলেন, দোকানে যাওয়ার আগেই ক্রেতারা নতুন পণ্য খুঁজে পাচ্ছেন। ফেসবুকের মাধ্যমে এই ক্রেতাদের লক্ষ্য করে প্রাসঙ্গিক কনটেন্ট দেখিয়ে মনোযোগ আকর্ষণ এবং সহজেই কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা যায়।