1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন

ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

কলকাতায় জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। গত কয়েক বছর ধরে নেটিজেনরা যেভাবে প্রকাশ্যে শ্রাবন্তীকে কটাক্ষ করেন, তা অভিনেত্রীর কাছে কিছুই নয়। তাই নানা কটাক্ষ সহ্য করেও, শ্রাবন্তী একেবারে মুখে কুলুপ এঁটেছেন। নেটিজেনদের বিরুদ্ধে তার রাগ বা ক্ষোভের কথা এখনও স্পষ্ট করে জানাননি।

তার তিন নম্বর বিয়ে থেকেই ট্রলিংয়ের শিকার শ্রাবন্তী। রোশন সিংয়ের সঙ্গে যেদিন সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী, সেদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে তুমুল কাণ্ড। তবে বিয়ের এক বছর পর রোশনের সংসার ছেড়ে শ্রাবন্তী বেরিয়ে আসা আগুনে ঘি ঢালে! তারপর তো সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী যাই করেন না কেন, তাতেই ট্রলিংয়ের শিকার হন!

তবে এবার রোশন সিং কিংবা শ্রাবন্তীর নতুন প্রেমিক অভিরূপ নয়, মহালয়ার দিন দুর্গা সেজে ছবি দেওয়ায় ট্রলের শিকার হলেন অভিনেত্রী।

গল্পটা হলো, শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে দুর্গা সেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে একেবারে দুর্গা প্রতিমার মতো সেজে উঠেছেন শ্রাবন্তী। প্রশংসার বদলে, সেই ছবি দেখে নেটিজেনরা ঠাট্টায় মেতেছেন। নেটিজেনদের মধ্যে কেউ কেউ শ্রাবন্তীর এই ছবির নিচে লিখলেন, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন।’ কেউ লিখলেন, ‘এগুলো আপনাকে মানায় না।’ নেটিজেনদের মধ্যে আবার কেউ লিখলেন, ‘আপনার মা দুর্গা হওয়া উচিত হয়নি।’ এক নেটিজেন তো আরও একধাপ এগিয়ে লিখলেন, ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews