1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

প্রায় বছর ধরে অন্যের ওপর হেলে আছে ভবনটি! ভেতরে থাকে মানুষ

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

যশোরের বেনাপোল পৌরসভার কাস্টমস হাউজের বিপরীতে একটি পাঁচ তলা ভবন হেলে গিয়ে অন্য একটি চার তলা ভবনের ওপর পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। বিষয়টি ১০ মাস আগে বেনাপোল পৌরসভাকে অবহিত করা হলেও এখনো পৌরসভা থেকে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি।

হেলে যাওয়া বিল্ডিং-এর পাশের বিল্ডিং রবি চেম্বার এর মালিকের পুত্র শরিফুল ইসলাম নয়ন বলেন, ২০১৮ সালে আমাদের পাশে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের ইজাজুল হক ইজাজ একটি পাঁচ তলা ভবন নির্মাণ করেন। সেই ভবনের পাশে আমার একটি চার তলা ভবন রয়েছে। গত বছর আম্ফানে ওই ভবনটি হেলে গিয়ে আমার চার তলা ভবনে লেগে আছে। যে কোনো সময় ভূমিকম্প বা অন্য কোন দুর্ঘটনায় দুই ভবনে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে দুই ভবনের বাসিন্দাসহ কয়েক’শ মানুষ ঝুঁকিতে রয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে গত বছরের ২০ সেপ্টেস্বর লিখিতভাবে বেনাপোল পৌরসভাকে অবহিত করা হলেও অদ্যবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ঝুঁকিপূর্ণ ভবনের মালিক ইজাজুল হক বলেন, আমার বিল্ডিং নির্মাণের সময় উপরের দিক যেতে যেতে ওই বিল্ডিংয়ের সঙ্গে কিছুটা মিশে গেছে। আমি কিছু অংশ কেটে ফাঁকা করেছি বাকিটুকু কাটা হবে। এতে তেমন কোনো ঝুঁকি নেই। এছাড়া আমি চারিপাশে আবারো গ্রেড ভিম দিব যাতে কোন অসুবিধা না হয়।

বেনাপোল পৌরসভার সার্ভেয়ার মফিজুর রহমান বলেন, এ নিয়ে রবি চেম্বার থেকে একটি আবেদন দিয়েছেন। তবে তেমন কোন অসুবিধা নেই। তারপরও আমাদের প্রকৌশলী সাহেব বিষয়টি দেখছেন।

পৌর প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, আমরা বিষয়টি দেখেছি। কিছুটা ভবন নির্মাণের সময় টেকনিক্যাল সমস্যা রয়েছে। পৌরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছে। কোন দুর্ঘটনা ঘটলে পৌর কর্তৃপক্ষ কোন দায়ভার নিবে না। সকল প্রকার দায়ভার ভবনের মালিক ইজাজকেই নিতে হবে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews