বিশিষ্ট এক অস্ট্রেলিয়ান নারী অভিযোগ করেছেন, তাঁকে ফোন করে প্রধানমন্ত্রী স্কট মরিসনের সমালোচনা না করতে ‘হুমকি দেওয়া হয়েছে’।
‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ এবং যৌন নির্যাতনের শিকার গ্রেস টেম নামের ওই নারী আজ বুধবার এক ভাষণে বলেছেন, তাঁকে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী সম্পর্কে বাজে কিছু না বলার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছিল।
গ্রেস টেম এক বহুল প্রতীক্ষিত বক্তৃতায় অভিযোগ করে বলেছেন, গত বছর ‘একটি সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্যের’ কাছ থেকে ফোন কলটি পেয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার সরকার এ বিষয়ে কিছু জানার কথা অস্বীকার করে বলেছে, বিষয়টি তদন্ত করা হবে।
প্রধানমন্ত্রী মরিসন মঙ্গলবারই পার্লামেন্টে ‘নির্যাতন, যৌন হয়রানি এবং যৌন নিপীড়নের’ সংস্কৃতির অভিযোগ করা সাবেক রাজনৈতিক কর্মী ব্রিটানি হিগিন্সসহ ভুক্তভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পরদিন এ খবর এলো। ব্রিটানি হিগিন্স ও গ্রেস টেম গতকাল ক্যানবেরার জাতীয় প্রেস ক্লাবে নির্যাতন, অন্যায় আচরণ ও ক্ষমতা বিষয়ে একটি যৌথ ভাষণ দেন।
ফোনকারী ব্যক্তি ও তাঁর সংস্থার নাম জানাতে ইচ্ছুক কি না- পরে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গ্রেস টেম বলেন, ‘যদি আমি কারো নাম বলতে রাজি থাকতাম, তাহলে বক্তৃতায়ই তা বলতাম। ’
গ্রেস টেম বলেন, নুতন ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ ঘোষণা উপলক্ষে তিনি কী বলে ফেলেন তা নিয়ে ফোনকারী উদ্বিগ্ন ছিলেন।
সূত্র : বিবিসি