1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

প্রথম দল হিসেবে যে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ভারত

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

এ ম্যাচটিতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি অনন্য বিশ্বরেকর্ডের মালিক হয়ে যাবে টিম ইন্ডিয়া।

রেকর্ডটি হলো ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে তারা ১ হাজার ওডিআই ম্যাচ খেলবে।

বর্তমানে ৯৯৯টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ খেলার রেকর্ডটি ভারতের দখলেই রয়েছে। এখন তারা গড়তে যাচ্ছে আরেকটি রেকর্ড।

সর্বোচ্চ ওডিআই ম্যাচ খেলার তালিকার দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তারা এখন পর্যন্ত খেলেছে ৯৫৮টি ম্যাচ। আর তৃতীয় সর্বোচ্চ ৯৩৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান।

শুধুমাত্র এ তিনটি দেশই ৯০০ বা তার বেশি ওডিআই ম্যাচ খেলেছে।

এদিকে ভারত এখন পর্যন্ত যে ৯৯৯টি ম্যাচ খেলেছে এর মধ্যে তারা জয় পেয়েছে ৫১৮টি ম্যাচে। হেরেছে ৪৩১টি ম্যাচে। তারা ৫৪.৫৪ ভাগ ম্যাচে জয় তুলে নিয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews