ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও স্বাগতিক নিউজিল্যান্ড। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ।
এ ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে অজি উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ফিলিপের।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জশ ফিলিপে, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ, ড্যানিয়েল স্যামস, এটশন অ্যাগার, জেই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, টিম সেইফার্স (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেবন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেসম নিশাম, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, ইশ সুধি ও ট্রেন্ট বোল্ট।