ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ ম্যাচটি ড্র করার সুবর্ণ সুযোগ ছিল ম্যানইউয়ের। শেষ মুহূর্তে তারা পেনাল্টি পেয়েছিল। একাদশে ছিলেন পেনাল্টি মাস্টার রোনালদো। কিন্তু সবাইকে অবাক করে পেনাল্টি শট নেন ব্রুনো ফার্নান্দেজ।
ব্রুনোকে পেনাল্টি নিতে দেখে এগিয়ে আসেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মাটিনেজ। বিষয়টি মানতে পারছিলেন না মার্টিনেজ। রোনালদোর দিকে আঙ্গুল তুলে বার বার বলছিলেন, ‘রোনালদো, তুমি নাও তুমি নাও।’ কিন্তু ব্রুনোই মারেন পেনাল্টি। তবে পতুগিজ তারকার করা পেনাল্টি শটটি চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। ম্যাচ শেষ হতে না হতেই ব্রনোর পেনাল্টি ও রোনালদোকে মার্টিনেজের চ্যালেঞ্জের ভিডিও ভাইরাল হয়ে যায়।