পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দুই নেতার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য গত সোমবার হিন্দু সম্প্রদায় মানসেহরা জেলা ও দায়রা জজ আদালতে একটি আবেদন করেছে।
মানসেহরার ঘান্দিয়ানের শাওয়ানা বা শিব মন্দির জোরপূর্বক দখলের অভিযোগে সিনেটর সরদার গুরু গুরদীপ সিং এবং প্রাদেশিক পরিষদের সদস্য রবি কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করতে চায় পাকিস্তানের হিন্দু সম্প্রদায়।
নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের ফৌজদারি কার্যবিধির ২২-এ ধারায় মামলার আবেদন করেছেন আইনজীবী জাফর ইকবাল।
আবেদনে বলা হয়েছে, শাওয়ানা বা শিব মন্দির সে দেশের হাজরা জেলার সমগ্র হিন্দুদের একমাত্র উপাসনালয় এবং বাদী শ্যাম লাল এবং সাজিন লাল পাকিস্তানের নাগরিক; তারা হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত।
শ্যাম লালের অভিযোগ, এ বছরের ১৯ মার্চ সপরিবারের শিব মন্দিরে যান । তবে সিনেটর সরদার গুরদীপ সিং তাকে মন্দিরের ভেতরে প্রবেশে বাধা দেন। এ সময় রবি কুমার উপস্থিত ছিলেন।