পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের অফিসের উপর দিয়ে চক্কর দিচ্ছে ড্রোন। এই ঘটনা চোখে পড়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। পাকিস্তান এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রোববার জম্মুতে ভারতীয় বিমান সেনার অফিসে ড্রোন হামলার একদিন পর এ ঘটনা ঘটে। ওইদিন ভারতীয় দূতাবাসে ‘বলিউড’ নামে একটি অনুষ্ঠান চলছিল।
ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারতের প্রধান স্থাপনার উপর মনুষ্যবিহীন ড্রোনের উপস্থিতিকে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন।
এর আগে রোববার জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলা হয়। শনিবার স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম হামলা এবং ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় ড্রোন হামলাটি হয়।
ভারতীয় বিমানবাহিনীর ওই ঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে ভারত এ হামলায় পাকিস্তান জড়িত বলে সন্দেহ করে।
পাকিস্তান অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করে।
গত দুই বছর ধরে ভারতের অভিযোগ, কাশ্মীরে অস্ত্র পরিবহনের কাজে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলো ড্রোন ব্যবহার করছে। বিগত কয়েক মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে কয়েকটি ড্রোন দেখার এবং ভূপাতিতের দাবি করেছে।