পাকিস্তানে মত প্রকাশের স্বাধীনতার ওপর ‘বিধি-নিষেধের উদ্বেগজনক ধাঁচ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের একটি মানবাধিকার প্যানেল। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ওই প্যানেল পাকিস্তান সরকারকে জানিয়েছে- কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন কিছু অভিযোগের ব্যাপারে তথ্য পাওয়া গেছে।
এরই মধ্যে সেসব তথ্য পাকিস্তান সরকারকে দিয়েছে জাতিসংঘের প্যানেলটি। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ এবং হুমকি দেওয়ার পর যেসব মামলা বিচার প্রক্রিয়া শুরু হয়নি, সেসব ব্যাপারেও তথ্য দেওয়া হয়েছে ওইসব নথিতে।
গত বছর ইন্টারন্যাশনাল ফেডারেশ অব জার্নালিস্ট (আইএফজে) বিশ্বের পাঁচটি দেশের তালিকা তৈরি করে, যেসব দেশে সাংবাদিকতা করা খুবই বিপজ্জনক। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের নাম।
পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইসআরসিপি) এরই মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রশাসনের নিন্দা জানিয়েছে। এই ধরনের পদক্ষেপ থেকে রাষ্ট্রকে বিরত থাকতে হবে এবং রাজনৈতিক দ্বৈরথ ঠেকাতে তদন্ত সংস্থাকে (এফআইএ) ব্যবহার বন্ধ করা উচিত বলে জানিয়েছে তারা।
সূত্র: এএনআই