1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন

পাকিস্তানের বিরোধী নেতা শেহবাজকে দেশ ছাড়তে বাধা

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৮ মে, ২০২১

পাকিস্তান জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফকে দেশ ছাড়তে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ (এফআইএ) আজ শনিবার তাঁকে যুক্তরাজ্যে যেতে দেয়নি। খবর ডনের।

আজ পাকিস্তানের লাহোর বিমানবন্দর থেকে কাতার হয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল শেহবাজের। কিন্তু বিমানবন্দরেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজকে আটকানো হয়। শেহবাজ পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি।

গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট চিকিৎসার জন্য শেহবাজকে বিদেশযাত্রার অনুমতি দেন।

আজ মুসলিম লিগের (নওয়াজ) মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব গণমাধ্যমকে জানান, গতকাল লাহোর হাইকোর্ট যখন এ আদেশ দেন, তখন এফআইয়ের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল।

মারিয়াম আজ বলেন, আজ শেহবাজ শরিফ বিমানবন্দরে এলে এফআইয়ের কর্মকর্তা সেখানে এসে তাঁকে বাধা দেন। তাঁরা জানান, শেহবাজ দেশ ছাড়তে পারবেন না।

মারিয়াম বলেন, গ্যাস, পানি জ্বালানির সংকট থেকে মানুষের দৃষ্টিতে অন্যদিকে রাখতে সরকার মুসলিম লিগের নেতা-কর্মীদের পীড়নের পথ বেছে নিয়েছে।

শেহবাজকে বাধা দেওয়ার এ চেষ্টা আদালতের নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন মারিয়াম।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews